বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নদী খনন-দখলমুক্ত করার দাবিতে গজারিয়ায় মানববন্ধন

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

নদী খনন-দখলমুক্ত করার দাবিতে গজারিয়ায় মানববন্ধন

গজারিয়ায় নদী খনন ও দখলমুক্ত এবং নদীর তীরে অবৈধ বালু ভরাট, নদী দূষণ রোধে দখলদারদের উচ্ছেদ করে নদী খননের দাবিতে মানববন্ধন করেছে হোসেন্দী ইউনিয়নের কয়েকশ সাধারণ জনগণ। 

সোমবার (২২ মে) মুন্সীগঞ্জের গজারিয়া  উপজেলার হোসেন্দী ইউনিয়ন পয়েস্ত হোসেন্দী গ্রাম সংলগ্ন কাজলি নদী তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার হোসেন্দী ইউনিয়নের পয়েস্ত হোসেন্দী দিয়ে বয়ে গেছে মেঘনা নদীর শাখা  কাজলী নদী। কিন্তু ভূমিদস্যুরা নদীর বিভিন্ন অংশে অবৈধ বালু ভরাট করে দখল করেছে। 

আবার কোন কোন স্থানে কোম্পানির বর্জ্য সরাসরি নদীতে ফেলছেন ফলে নষ্ট হচ্ছে যেমন নদীর পানি তেমনি পরিবেশের উপর পড়ছে প্রভাব। তাই কাজলী নদী রক্ষার দাবিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারিরা। 

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল হক টিটু, গজারিয়া নদী খাল ও পরিবেশ রক্ষা কমিটি সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও কৃষক সুশীল সমাজের লোকজনসহ প্রায় তিন শতাধিক  মানুষ উপস্থিত ছিল।

টিএইচ