সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নন্দীগ্রামে আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রামে আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

বগুড়ার নন্দীগ্রামে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। উপজেলায় চলতি মৌসুমে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ৭৪৫ টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৭৪২ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। 

গত রোববার উপজেলা খাদ্যগুদাম চত্বরে ফিতা কেটে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. গাজীউল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাজেদুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা আ.লীগ নেতা আব্দুল বারীক, নন্দীগ্রাম পৌর আ.লীগের দপ্তর সম্পাদক আব্দুল হাকিম বকুল, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা তৌফিক প্রমুখ। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, কৃষক যেন ন্যায্যমূল্য পায় সেজন্য সরকারিভাবে ধান ও চালের মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। শতভাগ নির্দেশ মেনে ধান ও চাল কিনতে হবে। যারা এসব নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

টিএইচ