শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

নবনির্বাচিত এমপির সঙ্গে মান্দা উপজেলা প্রশাসনের মতবিনিময়  

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নবনির্বাচিত এমপির সঙ্গে মান্দা উপজেলা প্রশাসনের মতবিনিময়  

নওগাঁ-৪ মান্দা আসনের এমপি এসএম ব্রহানী সুলতান মাহমুদ গামার সঙ্গে মান্দা উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলার নবনির্বাচিত এমপি এস এম ব্রহানী সুলতান মাহমুদ গামা বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মোহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মতবিনিময় শেষে এমপি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশগ্রহণ করেন। মাসিক সাধারণ সভা শেষে নবনির্বাচিত এমপিসহ মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন হতে আসা নেতাকর্মী নিয়ে একটি আনন্দ র্যালি বের করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খলিলুর রহমান বিশ্বাস। 

উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবনির্বাচিত এমপি। আরো বক্তব্য রাখেন আ.লীগের নওগাঁ জেলার সদস্য আব্দুল লতিফ শেখ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নওশাদ আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ অন্য নেতারা।

টিএইচ