সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নবাবগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

দিনাজপুর প্রতিনিধি

নবাবগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

দিনাজপুরের নাবাবগঞ্জে ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ দবিরুল ইসলাম (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ মে) গ্রেপ্তারকৃত দবিরুলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। 

গত শনিবার রাতে উপজেলার তিখুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দবিরুল ইসলাম তিখুর গ্রামস্থ মৃত এফাজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দবিরুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। নবাবগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় তার একাধিক মাদক মামলা রয়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিখুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়টি নিশ্চিত করেছেন নাবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।

টিএইচ