ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় গত মঙ্গলবার তরি বাড়ৈ (৬) নামে এক শিশু কন্যাকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের স্বজনরা। হত্যাকাণ্ডে জড়িত আবু সাদ হত্যার দায় পুলিশের কাছে স্বীকার করেছে। মৃত শিশু তরি বাড়ৈ উপজেলার দক্ষিণ শোল্লা চন্দ্রপাড়া গ্রামের সুমন বাড়ৈর মেয়ে।
সে স্থানীয় দূর্গা মন্দিরে স্থাপতি মন্দিরভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শ্রেণিতে পড়তো। অপরদিকে হত্যাকাণ্ডে জড়িত ঘাতক শিশু আবু সাদ একই গ্রামের প্রবাসী আবু সাঈদের ছেলে। এ ঘটনায় আবু সাদ ও তার মা শিমু আক্তারকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, তরি প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার তার নিজ বাড়ি থেকে পাশ্ববর্তী মসজিদ সংলগ্ন টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এসময় স্থানীয় আবু সাদ তরি বাড়ৈর সঙ্গে একটি আম নিয়ে তর্ক করে। এসময় আবু সাদ তার হাতের লাঠি দিয়ে তরি বাড়ৈর মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।
তরির মৃত্যু নিশ্চিত হলে আবু সাদ ও তার মা শিমু আক্তার মসজিদ সংলগ্ন একটি কৃষিজমির ঝোপে মৃত তরিকে মাটি চাপা দিয়ে রাখে। বিকালে মৃত তরির মা ও তার স্বজনরা অনেক খোঁজাখুজির পর মাটি চাপা অবস্থায় তরির মৃতদেহ খুঁজে পায় ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তরি বাড়ৈকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ওসি শাহ জালাল বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়দের দেয়া তথ্য অনুসারে আবু সাদ ও তার মা শিমু আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আবু সাদ হত্যার বিষয়টি স্বীকার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। মামলা হয়েছে।
টিএইচ