শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

নবাবগঞ্জে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নবাবগঞ্জে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় 

দিনাজপুরের নবাবগঞ্জে শিক্ষার মান উন্নয়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা। শনিবার (২৮ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি জামায়াতের দক্ষিণ জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য আনোয়ারুল ইসলাম বক্তব্য দেন। 

এ সময় জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা নায়েবে আমির  ড. মোহাদ্দেস এনামুল হক, উপজেলা সাবেক আমির নুরে আলম, বর্তমান উপজেলা সেক্রেটারি রেজাউল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

টিএইচ