বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নবীগঞ্জে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 

নবীগঞ্জে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের দিনারপুর কমলজের সামনে বেপরোয়া গাড়ির ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী চালকের নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় অপর  ১ জন আহতও হয়। রোববার (২৭ অক্টোবর) এ দুর্ঘটনা সংঘটিত হয়। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৭ অক্টোবর) নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের দিনারপুর কলেজে সামনে সিলেট হতে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি বেপরোয়া গাড়ি ও চুনারুঘাট হতে সিলেটগামী রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আসা মাত্রই অজ্ঞাতনামা গাড়ির চালক দ্রুত গতিতে চালিয়ে মোটরসাইকেলটিকে পিছনদিক থেকে সজোরে ধাক্কা দেয়ায় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক জাকির হোসেন নিহত হয় এবং অপর আরোহী আজগর আলী আহত হন। 

মোটরসাইকেলের চালক মৃত জাকির হোসেনের শরীরের কস্টিপ দিয়ে প্যাঁচানো গাঁজা ও মোটরসাইকেলের সিটের ভিতরে ১০ কেজি ৩শ গ্রাম গাঁজা পাওয়া যায়। 

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলে গাঁজা থাকায় আজগর আলীকে শেরপুর হাইওয়ে থানার পুলিশ আটক করেছে। নিহত ও দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাইওয়ে থানার এসআই হাদিউল ইসলাম। 

টিএইচ