শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নবীনগরে অটোরিকশা চালককে মারধর করে ছিনতাই

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীনগরে অটোরিকশা চালককে মারধর করে ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এক অটোরিকশা চালককে রাতের আঁধারে ডাকাতির স্টাইলে মারধর করে মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

গত মঙ্গলবার রাতে উপজেলার পৌর এলাকার নারায়নপুর ডি এস কামিল মাদ্রাসার উত্তর পাশে নার্সারির সামনে নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, নেত্রকোনা জেলার দুর্গাপুরের শসারপাড় গ্রামের আব্দুল সোবহান মিয়ার ছেলে আশিকুল ইসলাম দীর্ঘদিন ধরে পৌর আওয়ামী লীগ নেতা নারায়নপুরের ইকবাল হোসেনের গ্যারেজের অটোরিকশা চালক হিসেবে ভাড়া গাড়ি চালিয়ে আসছে।

গত মঙ্গলবার রাতে গ্যারেজ থেকে মশার কয়েলের জন্য আলীয়াবাদ বাজারের দিকে যাওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ৫/৭ দুর্বৃত্তকারী এস এস পাইপ দিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে নগদ ২ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়, পরে ৯৯৯ নাম্বারে কল দিলে  নবীনগর থানা পুলিশের টহল টিম এসে উদ্ধার করে তাকে নবীনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।

এবিষয়ে ছিনতাইকারীর কবলে পরা আশিকুল ইসলাম জানান, ৫/৭ জন লোক কিছু বুজে উঠার আগেই আমাকে অন্ধকারে একা পেয়ে  মারধর করে মোবাইল ও নগদ টাকা নিয়ে আমাকে আহত করে রাস্তায় ফেলে যায়। চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এবিষয়ে নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান, ৯৯৯ নাম্বারের ফোনের ভিত্তিতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ