সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নবীনগরে এমপির নির্দেশে অবৈধ ড্রেজার ধ্বংস করলেন ইউএনও 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

নবীনগরে এমপির নির্দেশে অবৈধ ড্রেজার ধ্বংস করলেন ইউএনও 

‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ প্রধানমন্ত্রীর এই স্লোগানকে বাস্তবায়ন করতে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে স্থানীয় এমপি ফয়জুর রহমান বাদলের নির্দেশনায় অবৈধভাবে ফসলি জমি কাটার ড্রেজার মেশিন ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ধ্বংস করলেন ইউএনও তানভীর ফরহাদ শামীম। 

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলি মাঠ ঘুরে জানা যায়, বিগত ইউএনও একরামুল ছিদ্দিক ও এসিল্যান্ড মোশারফ হোসেন থাকাকালীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ফসলি জমি কাটার ড্রেজার মেশিন জব্দকরণসহ জেল জরিমানা দিয়ে অনেকাংশে কমিয়ে নিয়ে আসলেও ধ্বংস করতে পারেনি। 

তবে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম দায়িত্ব নেয়ার পর থেকে সামাজিক যোগাযোগ  মাধ্যমে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে পোস্টসহ লিখিত অভিযোগ পাওয়ার ভিত্তিতে তৎক্ষনাৎ অভিযান পরিচালনা করে জেল জরিমানা করা শুরু করে, এতে করে মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করা ব্যক্তিদের মধ্যে চরম আতংক বিরাজ করে। 

তবে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে কিছু কিছু জায়গায় তা চালাতে থাকে তারা, এ বিষয়টি  স্থানীয় এমপি অবগত হওয়ার পর তার নিজ এলাকার জেলা পরিষদ ডাকবাংলোতে দেয়া এক বক্তব্যে জমির মালিক ও অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের গ্রেপ্তারের নির্দেশনা প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে। 

এতে তৎক্ষনাৎ পৌর শহরের মাঝিকাড়া আওয়াল মিয়া, কাদির মিয়া, চুওড়িয়ার সিজিল মিয়াসহ সাতমোড়া, জিনদপুর, রতনপুর ইউনিয়ন ও আরো অনেক জায়গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার জব্দ, জেল জরিমানা করে তা ধ্বংস করে ইউএনও। 

এ বিষয়ে নিয়াজ মিয়া, আমিনুলসহ একাধিক কৃষক জানান, ইউএনও স্যার প্রথম থাইকা আমাদের কৃষকের কথা চিন্তা করে ড্রেজার মেশিন বন্ধ কইরা দিছে, কিছু কিছু যা চলত এইবার এমপি জমির মালিকেও গ্রেপ্তারের জন্য বলার পর থেকে ইউএনও স্যার অভিযান দিয়ে  ড্রেজার নিশ্চিহ্ন করে দিয়েছে আমাদের এলাকা থেকে। 

এতে এখন আমরা শান্তিতে আবাদ করতে পারব। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম জানান, ফসলি জমি রক্ষায় কাউকে রাষ্ট্রীয় আইন অমান্য করে অবৈধভাবে ড্রেজার চালাতে দেয়া হবে না। আমাদের অভিযান অব্যহত থাকবে।

টিএইচ