রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
The Daily Post

নরসিংদীতে ইঞ্জিনিয়ার হত্যার দায়ে ১০ জনের যাবজ্জীবন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ইঞ্জিনিয়ার হত্যার দায়ে ১০ জনের যাবজ্জীবন

নরসিংদীতে ইঞ্জিনিয়ার আলামিন হত্যার দায়ে ১০ জনের যাবজ্জীবন কারাদ্ল দিয়েছে আদালত। বুধবার (৭ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ শামীমা পারভিন এই রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, নূরুল আমিন, হূদয় মিয়া, কাউসার মিয়া, মাহিন, রাকিবুল ইসলাম শুভ, সুমন, আশাব উদ্দিন, রিপন, সাইদুল ও রুবেল। এদের মধ্যে মাহিন ও রাকিবুল ইসলাম শুভ আদালতে উপস্থিত ছিল। এ দুজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী ৮জন পলাতক রয়েছে।  

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ আগস্ট রাতে আলামিন তার কর্মস্থল নরসিংদী শহরের তরোয়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে তার নিজ বাড়ি বেলাব যাওয়ার পথে বাড়ির কাছে পৌঁছলে দড়িকান্দি এলাকায় খাইন্নাবন্দের ব্রিজের কাছে পৌঁছে দুর্বৃত্তরা চোখে লাইট মেরে এবং ছুরি দিয়ে আলামিনের ডান পায়ে কোপ দিয়ে মাটিতে ফেলে দেয়। 

পরে মুখ চেপে ধরে দড়িকান্দি খাইন্নাবন্দের নিয়ে গিয়ে হাত-পা বেধে কুপিয়ে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে তার মোটরসাইকেলটি নিয়ে চলে যায়। পরে নিহতের বাবা বেলাব থানায় অজ্ঞাতনামা মামলা করলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামি নুরুল আমিনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

পরে আসামি নূরুল আমিনকে জিজ্ঞাসাবাদে বাকি আসামিদের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। দীর্ঘ স্বাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আদালত এ রায় প্রদান করেন। 

টিএইচ