বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নরসিংদীতে নির্ধারিত সময়ের আগেই ইস্কনের অস্থায়ী মঞ্চ সরিয়ে নিল

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে নির্ধারিত সময়ের আগেই ইস্কনের অস্থায়ী মঞ্চ সরিয়ে নিল

অবশেষে নিজেরাই ভেঙে নিয়ে গেলো ইস্কনের অস্থায়ী মঞ্চটি। গত শুক্রবার নরসিংদী জেলা কওমি মাদ্রাসা পরিষদ (তানযীম) এর উদ্যোগে হাজার হাজার মুসুল্লি ‘সন্ত্রাসী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করা ও আইনজীবী হত্যার প্রতিবাদে এক মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। 

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলস্টেশনে গিয়ে সমাবেশ করে। এ সময় সমাবেশ থেকে কওমি মাদ্রাসার পক্ষ থেকে নরসিংদী শহরের হাড়িধোয়া নদীর পাড়ে স্থাপিত ইস্কন মন্দিরটির অস্থায়ী মঞ্চটি ভেঙ্গে ফেলার জন্য শনিবার (৩০ নভেম্বর) বেলা ২ টা পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছিলো। এসময় তারা ইস্কনের সব কার্যকলাপ বন্ধ করে দিতেও হুঁশিয়ারি দেয়। 

এর প্রেক্ষিতে ইস্কনের নরসিংদী কর্মকর্তারা তাদের নিজ উদ্যোগে শনিবার (৩০ নভেম্বর) মেঘনা নদীর তীরে স্থাপিত ইস্কনের অস্থায়ী মঞ্চটি ভেঙে সরিয়ে নিয়ে যায়। 
এ সময় ইস্কনের দায়িত্বে নিয়োজিত মহাপ্রভু পথিক পাবণসহ ইস্কনের অন্য কর্মীরা উপস্থিত ছিলেন। 

এছাড়াও কওমি মাদ্রাসার পক্ষে মুফতী রফিকুল ইসলাম এবং থানা পুলিশ, ডিবিসহ প্রশাসনের  লোকজন সেখানে উপস্থিত ছিলেন। 

এব্যাপারে জানতে চাইলে ইস্কনের মহাপ্রভু পথিক পাবণ বলেন, আমরা প্রতি বছরই অত্যধিক লোকসমাগমের কারণে বিশেষ করে রথযাত্রা উপলক্ষে হাড়িধোয়া নদীর পাড়ে অস্থায়ী মঞ্চ তৈরি করে ধর্মীয় উৎসব পালন করে আসছি। আমরা কারোর কোন ক্ষতিকারক কাজে জড়িত নয়। আমরা সকলের সঙ্গে মিলেমিশে ধর্মীয় উৎসব উদযাপন করি। 

তারপরেও যেহেতু নদীর পাড়ে স্থাপিত মঞ্চটি ভেঙে নেয়ার জন্য একটি পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা স্ব-ইচ্ছায় মঞ্চটি সরিয়ে নিয়েছি। 

টিএইচ