সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নরসিংদীর সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়  

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়  

নরসিংদীর নবাগত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নরসিংদীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সব সাংবাদিক উপস্থিত ছিলেন। 

পুলিশ সুপার বলেন, গণঅভ্যুত্থানে উদ্ভুত পরিস্থিতির নিরিখে পুলিশকে যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সে সমস্ত চ্যালেঞ্জ উত্তরণের জন্য তিনি পুলিশকে জনতার আস্থার প্রীতিকে পরিণত করতে জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

জনগণকে প্রদত্ত সেবার মান কাঙ্খিত পর্যায়ে নিয়ে যওয়ার জন্য পুলিশের অভ্যন্তরীণ শৃংখলা নিশ্চিত করা হবে এবং যে কোন প্রকার দুর্নীতির প্রতি শূন্য সহিষ্ণুতা প্রদর্শণ করা হবে। সমাজের সকল অংশীজনকে আইন শৃংখলা নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনে পুলিশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি। 

মতবিনিময় সভায় নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, মোস্তফা কামাল সরকার, মোর্শেদ শাহরিয়ার, মাখন দাস, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. আউয়াল, হুমায়ুন কবীর শাহ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক পলাশ, সাবেক আহ্বায়ক বেনজির আহমেদ বেনুসহ সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন। 

টিএইচ