বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নর্থ বেঙ্গল সুগার মিলে বিস্ফোরণে আখ মাড়াই বন্ধ

লালপুর (নাটোর) প্রতিনিধি

নর্থ বেঙ্গল সুগার মিলে বিস্ফোরণে আখ মাড়াই বন্ধ

নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে টারবাইন বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় মিলে ১৪ ঘণ্টা আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। 

১৮ জানুয়ারি (শনিবার) ভোরে বিকট শব্দে মিলের টারবাইন বিস্ফোরণ হয়। এরপর থেকেই মিলের আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (কারখানা) মো. মোমিন হুসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরে রাতেই বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. মাহমুদুল হক ও প্রধান রসায়নবিদ আনিসুল আজমসহ একটি দল মিলে এসেছে। 

টারবাইন মেরামতের কাজ চলছে। ত্রুটি সারিয়ে সন্ধ্যার মধ্যে আবারো মিলের মাড়াই কার্যক্রম শুরু করা হবে। এতে মিলের চিনি উৎপাদনে তেমন প্রভাব পড়বে না। টারবাইন বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, কী কারণে টারবাইন বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যায়নি।’

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্যা বলেন, টারবাইন মেরামতের কাজ চলছে। আপাতত বিকল্প উপায়ে গতকাল শনিবার সন্ধ্যা নাগাদ আখ মাড়াই শুরু করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমে ১২২ কর্মদিবসে ২ লাখ টন আখ মাড়াই করে ১৫ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মিলটি আখ মাড়াই কর্যক্রম শুরু হয়। 

টিএইচ