বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নলছিটিতে ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেপ্তার 

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি 

নলছিটিতে ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেপ্তার 

ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ রাজিব মাঝি (৩০) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠী এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার রাজিব মাঝি (৩০) ওই এলাকার মো. জাহাঙ্গীর মাঝির ছেলে। নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি জানিয়েছেন। 

নলছিটি থানার এসআই শহিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে একটি সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে ৪০ ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আমাদের মাদক অভিযান অব্যাহত রয়েছে।

টিএইচ