বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নলছিটিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঝালকাঠির নলছিটিতে জাতীয় গোল্ডকাপ (বালক অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে নলছিটি চায়না মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউএনও মো. নজরুল ইসলাম।

এসময় নলছিটি থানার ওসি আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজীম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোহম্মদ মোহসীন, সদস্য সচিব রাশেদ খান মিঠু উপস্থিত ছিলেন। 

ইউএনও বলেন, খেলাধুলা মূলত আমাদের শৃঙ্খলা শেখায়। আমাদের একতাবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য এটি ভূমিকা পালন করে। তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা করা হয়েছে। ফুটবল টুর্নামেন্ট মোট ৮টি দল অংশগ্রহণ করবে।

টিএইচ