সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নলছিটিতে জাল টাকাসহ কারারক্ষী গ্রেপ্তার 

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি 

নলছিটিতে জাল টাকাসহ কারারক্ষী গ্রেপ্তার 

ঝালকাঠির নলছিটিতে জাল টাকাসহ আবু জাফর সিকদার (৪৫) নামে ঝালকাঠি জেলা কারাগারের এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ।    

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মগর ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কারারক্ষী আবু জাফর বরিশাল কোতোয়ালি থানার চণ্ডীপুর এলাকার মহব্বত আলী সিকদারের ছেলে। বিষয়টি জানিয়েছেন নলছিটি থানার ওসি মুরাদ আলী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আবু জাফর জাল টাকা নিয়ে আমিরাবাদ বাজারে বাজার করে এক দোকানদারকে ৫০০ টাকার একটি জাল নোট দেয়। পরে আকন ট্রের্ডাস নামে এক দোকানদারকে সাবান কিনে আরেকটি ৫০০ টাকার নোট দেয়। 

পরে তাদের সন্দেহ হলে তাকে আটক করে নলছিটি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার কাছ থেকে ৫০০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়। নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, আবু জাফর নিজেই স্বীকার করেছে সে ঝালকাঠির জেলা কারাগারের কারারক্ষী। 

টিএইচ