সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নলছিটিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঝালকাঠির নলছিটিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বরইতলা এলাকার ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় মো. রিয়াদ তালুকদার (২৪) নামে একজন নিহত ও  তার বন্ধু পিয়াল (২২) আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টায় বরইতলা এলাকায় ঝালকাঠিগামী একটি  ট্রাকের সঙ্গে বরিশালগামী মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ও তার আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদ তালুকদারকে  মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

টিএইচ