বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নলছিটিতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ 

নলছিটি প্রতিনিধি   

নলছিটিতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ 

ঝালকাঠির নলছিটি উপজেলায় ১৯ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাবিব হাওলাদারের (৫০) বিরুদ্ধে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই যুবতীর বড় ভাই থানায় বাদী হয়ে মামলা করেছেন। অভিযোগের পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি জানিয়েছেন। অভিযুক্ত হাবিব হাওলাদার কুশঙ্গল এলাকার মৃত এস্কেন আলী হাওলাদারের ছেলে। 

পুলিশ ও পরিবার থেকে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় ওই যুবতী তার নিজ বসতঘরে ঘুমিয়ে ছিল। তার মা বাজারে ওষুধ আনতে গেলে সুযোগ বুঝে খালি ঘরে পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে। 

এসময়  ডাক চিৎকারে তার বড় ভাই ছুটে আসলে হাবিব পালিয়ে যায়। পরে নলছিটি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে। 

এবিষয়ে নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের পর থেকে আসামি পলাতক রয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টিএইচ