সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নলছিটিতে মাহিন্দ্রা-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটিতে মাহিন্দ্রা-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪

ঝালকাঠির নলছিটিতে মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গত শনিবার রাতে নলছিটি-বরিশাল সড়কের সারদল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নলছিটি থানার ওসি মুরাদ আলী বিষয়টি জানিয়েছেন। 

আহতরা হলেন, নলছিটি পৌরসভার শীতলপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে নজরুল ইসলাম, সূর্যপাশা এলাকার সুলতান হাওলাদারের ছেলে শাকিল হাওলাদার, ফেরিঘাট আবাসন এলাকার সোবাহান হাওলাদারের ছেলে শামীম হাওলাদার ও বরিশাল গড়িয়ারপাড় এলাকার সুলতান হাওলাদারের ছেলে শফিক হাওলাদার।

স্থানীয়রা জানান, দপদপিয়া থেকে নলছিটির দিকে আসা মোটরসাইকেলের সাথে নলছিটি থেকে বরিশালগামী বেপরোয়া গতির মাহিন্দ্রার সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিনজন আরোহী ও মাহিন্দ্রা চালক আহত হন। 

পরে তাদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

টিএইচ