সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নলছিটিতে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন  

নলছিটি প্রতিনিধি 

নলছিটিতে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন  

ঝালকাঠির নলছিটি উপজেলা সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। বুধবার (১০ জানুয়ারি) চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ি এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন নিহত ফুয়াদ কাজীর বড় ছেলে সাফিন কাজী, বড় ভাই ফয়সাল কাজী, পিতা মকবুল হোসেন কাজী, সাবেক ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল বারেক মাস্টার, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক একেএম  শহিদুল ইসলাম পান্নু।

প্রতিবাদ সমাবেশে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হয়।

এর আগে গত ৭ জানুয়ারি সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আ.লীগের নৌকার বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে নিহত ফুয়াদ কাজীর বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা একটি হত্যামামলা করেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যামামলা হয়েছে। জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টিএইচ