শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

নাগরপুরে ধুবড়িয়া ছেফাতুল্লাহ বিদ্যালয়ের সভাপতি বহিষ্কার 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

নাগরপুরে ধুবড়িয়া ছেফাতুল্লাহ বিদ্যালয়ের সভাপতি বহিষ্কার 

টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতারভিত্তিতে বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মো. শাহাবুল আলম দুলালকে অব্যাহতি প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। 

গত ৩০ নভেম্বর শিক্ষাবোর্ড কর্তৃক প্রেরিত বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে তদন্ত প্রতিবেদন সুপারিশের আলোকে বিদ্যালয় সভাপতি পরিবর্তন সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়। 

চিঠিতে উল্লেখ করা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. শাহাবুল আলম দুলালকে অব্যাহতি দিয়ে অন্তর্বতী সময়ের জন্য নাগরপুর ইউএনওকে সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হলো।

টিএইচ