টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বাজার মনিটরিং করেছে জেলা ভোক্তা অধিকার। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকারের এডিডি আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে রমজান উপলক্ষে বাজারমূল্য যাচাই, পণ্যের গুনগত মান পর্যবেক্ষণ করেন।
এসময় বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রাখা মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, প্রসাধনী, ওষুধসহ বিভিন্ন পণ্য বিক্রির উদ্দেশ্যে সেল্ফে সাজিয়ে রাখায় উপজেলার ঝন্টু স্টোরকে ১৫ হাজার ও শাপলা মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার টাঙ্গাইল।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলার সেনেটারি ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন, জেলা পুলিশের সদস্যরা, ক্যাব নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ খিজির, সদস্য সচিব মো. জসিউর রহমান, নাগরপুর বাজর বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, সহ সভাপতি মো. শহিদুর রহমান সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, সহ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুছা।
টিএইচ