সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নাগরপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

নাগরপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযান

টাঙ্গাইলের নাগরপুরে মা ইলিশ সংরক্ষণ করতে সরকার ঘোষিত ইলিশ ধরা, সংরক্ষণ, মজুদ ও বিক্রি নিষিদ্ধ নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন। গত সোমবার দিনভর উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী একত্রে দপ্তিয়র এবং সলিমাবাদ ইউনিয়নের যমুনা নদী বেষ্টিত এলাকায় অভিযান পরিচালনা করেছে। 

এতে অবৈধভাবে ধরা ইলিশ জব্দ করাসহ অবৈধ বালু-মাটি উত্তোলনের ড্রেজার পাইপ লাইন ধ্বংস করা হয়েছে। নাগরপুর ইউএনও (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক, সেনাবাহিনীর মেজর মো. হাফিজ আল আসাদ জুহেব, লে. মাহমুদুর রহমান সাবাব, থানা ওসি মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, সহকারী উপজেলা প্রোগ্রামার মো. হাবিবুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও সহকারী মোহাম্মদ আলী জিন্নাহ ক্ষেত্র উপস্থিতিতে চর সলিমাবাদ থেকে দপ্তিয়ার নিশ্চিন্তপুর, বাগকাটারি ও কামুটিয়া পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার খবরে জাল রেখে পালিয়ে যায় জেলেরা।

ভারপ্রাপ্ত ইউএনও দীপ ভৌমিক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় সংশ্লিষ্ট সব প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান তৎপরতা চলমান থাকবে। এ বিষয়ে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি করতে কাজ করছি। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এখন পর্যন্ত সফলভাবেই মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

টিএইচ