সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নাগরপুর নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

নাগরপুর নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ

টাঙ্গাইলের নাগরপুরে ষষ্ঠ উপজেলা নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার ব্যারিস্টার কে এম সালমান শামস জিৎ কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। 

রোববার (৭ জুলাই) উপজেলা পরিষদের চেয়ারম্যান কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণ করা হয়। এর আগে স্মারক ৭১ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর ইউএনও রেজা মো. গোলাম মাসুম প্রধান, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি আনিসুর রহমান আনিস, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেনের স্ত্রী মমতাজ খন্দকারসহ অন্য কর্মী-সমর্থকরা।

টিএইচ