সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নাগেশ্বরীতে পাঁচ জুয়াড়ি গ্রেপ্তার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নাগেশ্বরীতে পাঁচ জুয়াড়ি গ্রেপ্তার

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পূর্ব রায়গঞ্জ গ্রাম থেকে একই গ্রামের মো. ইউসুফ আলী, মো. মিলন মিয়া, মো. হাবিল মিয়া, হাতিয়ার ভিটা গ্রামের মো. নবীবুর রহমান সাদ্দামসহ পার্শ্ববর্তী উপজেলার ভূরুঙ্গামারী খামার আন্ধারীঝাড় গ্রামের মো. আব্দুল আউয়ালকে জুয়ার আসর থেকে খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেপ্তার করা হয় বলে জানান নাগেশ্বরী থানার ওসি রুপ কুমার সরকার।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেপ্তার করছি। 

নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

টিএইচ