বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নাঙ্গলকোটের গুরুত্বপূর্ণ ৩৪ সড়কের বেহাল দশা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

নাঙ্গলকোটের গুরুত্বপূর্ণ ৩৪ সড়কের বেহাল দশা

কুমিল্লার নাঙ্গলকোটের গুরুত্বপূর্ণ প্রায় ১শ কিলোমিটার ৩৪টি সড়কের বেহাল দশায় যাতায়াতে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বছরের পর বছর সড়কগুলো সংস্কার না করায় উপজেলার যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। 

অধিকাংশ ছোট-বড় সড়ক গত ৫ থেকে ১০ বছর পর্যন্ত সংস্কার না করায় এলাকাবাসীকে চরম ভোগান্তির মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে। এসব সড়কগুলোতে পা বাড়ালেই অসংখ্য খানা-খন্দক দেখা যায়। বিশেষ করে, বর্ষাকালে বিধ্বস্ত সড়কগুলো দিয়ে যাতায়াতে সব চাইতে বেশি দুর্ভোগ পোহাতে হয়। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) আওতায় নির্মীত উপজেলার ছোট-বড় গুরুত্বপূর্ণ অধিকাংশ সড়কে পা বাড়ালেই বিধ্বস্ত সড়কের হাতছানি চোখে পড়ে। বিধ্বস্ত সড়কগুলোতে ইট-সুরকি এবং কার্পেটিং উঠে ছোট-বড় খানা-খন্দকের সৃষ্টি হয়ে খানা-খন্দক দিয়ে ছোট-বড় যানবাহন এবং পথচারীদের চলাচলে ভোগান্তির যেন শেষ নেই। 

এছাড়া ছোট-বড় খানা-খন্দক দিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিক্সা, মালবাহী ট্রাক, ট্রাক্টর, মাইক্রোবাসকে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কগুলো দিয়ে যাতায়াতে অসুস্থ রোগীদের আরো অসুস্থ হতে হয়।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, নাঙ্গলকোটের বিভিন্ন সড়কের বেহাল দশার কথা স্বীকার করে বলেন, উপজেলার প্রায় ৮০ কিলোমিটার সড়কের খারাপ অবস্থার মধ্যে অনেকগুলো সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। আবার অনেক সড়কের সংস্কার কাজ অনুমোদন, টেন্ডার প্রক্রিয়াধীন এবং বিভিন্ন প্রজেক্টে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ সড়কগুলো বরাদ্ধ সাপেক্ষে সংস্কারের কাজ করা হবে।

সরেজমিনে বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, নাঙ্গলকোট-মাহিনী সড়ক, অলিপুর-মন্তলী সড়ক, শান্তিরবাজার-পিপড্ডা সড়ক, ছুপুয়া-শান্তির বাজার সড়ক, নাঙ্গলকোট-খিলা সড়ক, রাজারবাগ-মান্দ্রা সড়ক, বাইয়ারা-মান্দ্রা সড়ক, হাসানপুর-কানকিরহাট সড়ক, ঘোড়াময়দান টাওয়ার থেকে গোহারুয়া ২০ শষ্যা হাসপাতাল সড়ক, মানিকমুড়া বাজারের উত্তর দিক থেকে আটিয়াবাড়ি সড়ক, চাঁন্দগড়া-বটতলী সড়ক, তালতলা-বাইয়ারা সড়ক, বাঙ্গড্ডা-চারজানিয়া সড়ক, মৌকরা-মোড়েশ্বর সড়ক, বটতলী-দৌলখাঁড় সড়ক, কাশিপুর-মুরগাঁও সড়ক, মন্নারা-চৌকুড়ি সড়ক, ফতেহপুর-তিলিপ সড়ক, আলিয়ারা-গোমকোট সড়ক, বাসন্ডা-বেল্টা সড়ক, ঝাটিয়াপাড়া-বেল্টা-বাসন্ডা সড়ক, মাহিনী-কুকুরিখিল সড়ক, মৌকরা-নারান্দিয়া সড়ক, চৌকুড়ি-সাতবাড়িয়া সড়ক, নাঙ্গলকোট-মেরকোট সড়ক, মেরকোট-তুঘরিয়া সড়ক, মাধবপুর-নাঙ্গলকোট স্টীল ব্রিজ সড়ক, মেরকোট-লুদুয়া সড়ক, খাঁটাচৌ (ডিপজল) থেকে গোমকোট বাজার হয়ে আলিয়ারা সড়ক, মৌকরা মাদ্রাসা থেকে আলিয়ারা সড়ক, তেজের বাজার থেকে সিজিয়ারা বাজার হয়ে চালনা সড়ক, আনন্দ বাজার থেকে-সিজিয়ারা সড়ক, ঢালুয়া-বক্সগঞ্জ সড়কের মগুয়া থেকে চিওড়া সড়ক, চডিয়া বাজার-আটিয়াবাড়ি-বিনয়ঘর সড়ক।

বাইয়ারা গ্রামের ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, বাইয়ারা-মান্দ্রা সড়কটি গত প্রায় ১০বছর পর্যন্ত সংস্কার না করায় এলাকাবাসীকে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। হেসাখাল গ্রামের শাহজাহান বলেন, নাঙ্গলকোট-খিলা সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং ও ইট, সুরকি উঠে সড়কটি যাতায়াতে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।

উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, নাঙ্গলকোটের বিভিন্ন সড়কের সমস্যা রয়েছে। তার মধ্যে অনেকগুলো সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। অনেকগুলো সড়কের সংস্কার কাজ অনুমোদন ও টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া অনেক সড়ক বিভিন্ন প্রজেক্টে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ সড়কগুলো বরাদ্দ সাপেক্ষে সংস্কারের কাজ করা হবে।

টিএইচ