সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নাজিরপুরে ভ্রাম্যমাণ বাসে কম্পিউটার প্রশিক্ষণ

নাজিরপুর (পিরোজপুর)  প্রতিনিধি

নাজিরপুরে ভ্রাম্যমাণ বাসে কম্পিউটার প্রশিক্ষণ

যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ভ্রাম্যমাণ বাসে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বাসের ভেতরে আসনের সামনে একটি করে রয়েছে কম্পিউটার। সেই কম্পিউটারে বসেই শিক্ষিত যুবক-যুবতীরা নিচ্ছে প্রশিক্ষণ। 

এমন দৃশ্য চোখে পড়ে নাজিরপুর উপজেলার উপজেলা পরিষদের ভিতরে থাকা মাধ্যমিক শিক্ষা অফিস এবং যুব উন্নয়ন অফিসের সামনে কয়েকটি ফাঁকা ফাঁকা মেহগনি গাছের নিচে। যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক কারিগরি সহায়তায় ভ্রাম্যমাণ বাসে করে কম্পিউটার প্রশিক্ষণ ২ মাসব্যাপী ৪টি শিফটে মোট ৪০ জন প্রশিক্ষণার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 

 বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তর করতে নিজেকে নিজেই স্বাবলম্বী করতে গ্রামের প্রত্যন্তাঞ্চলের ১৮ থেকে ৩৫ বছরের শিক্ষিত যুবক-যুবতীদের মধ্যে নতুন চেতনা আনতেই এমন উদ্যোগ। যুব উন্নয়ন অফিসের তথ্যমতে,  উপজেলায় ৪০ জন শিক্ষার্থীকে  ২ মাস মেয়াদি কোর্স হিসাবে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 

সোমবার (১৮ নভেম্বর) দেখা যায়, দাঁড়ানো বাসে নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রথম ব্যাচের ১০ জন শিক্ষিত  যুবক যুবতী নিজ নিজ আসনে বসে কম্পিউটার চালাচ্ছেন। আর তাদের প্রশিক্ষণ দিচ্ছেন ফারুক আহমদ রিজভী  নামের এক ব্যক্তি। সেখানে কথা হয় প্রশিক্ষকের সঙ্গে। 

তিনি জানান, এখানে গ্রামের বিভিন্ন প্রান্তে থেকে আগত যুবক ছেলে-মেয়েদেও ওয়ার্ড ফাইল, এমএস অফিস, গ্রাফিক ডিজাইন, ইন্টারনেট আউট সাইডসহ নানা ধরনের প্রোগ্রাম শিখানো হচ্ছে। প্রশিক্ষণ নেয়া শিক্ষার্থীরা জানান, যুব উন্নয়নের এমন উদ্যোগে বেশ খুশি তারা। তারা জানান, বিনা পয়সায় তারা কম্পিউটারের প্রশিক্ষণ পাচ্ছেন।

এদিকে উপজেলা যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা মো. মোফাজ্জল  আলী খান জানান, উপজেলার প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রতিটা ইউনিয়ন থেকে বেকার শিক্ষিত যুবক-যুবতীদের কাছে আবেদন চাওয়া  হয়েছিল। তাদের দেয়া তালিকা ধরে  ৫ সদস্য বিশিষট  নিয়োগ কমিটি গঠন  করে পরীক্ষা এবং ভাইবার মাধ্যমে ২০ জন মেয়ে ও ২০ জন ছেলেকে নিয়োগ দেয়ায়  তারা এ প্রশিক্ষণ পাচ্ছেন।

তিনি আরও জানান, প্রশিক্ষণের পর তারা একটি করে সনদ পাবে। এ সনদের মান প্রায় ৬ মাসের ডিপ্লোমা কোর্সের মতো। যেকোনো সরকারি বেসরকারি চাকরিতে তারা এ সনদ দিয়ে আবেদন করতে পারবেন। এ ছাড়াও প্রশিক্ষণপ্রাপ্তরা এ সনদ দেখিয়ে ব্যাংক থেকে অল্প সুদে ঋণও তুলতে পারবেন। যা দিয়ে গ্রামের অবহেলিত যুবসমাজের বেকার সমস্যা দূর করতে পারবে। 

এ বিষয়ে নাজিরপুর ইউএনও অরুপ রতন সিংহ জানান, গ্রামের শিক্ষিত অনেক গরিব মেধাবী যুবক-যুবতীকে বিনা পয়সায় ভালো মানের কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ২ মাস ধরে এ প্রশিক্ষণ তাদের দেয়া হবে। প্রশিক্ষণ শেষে জীবনমান উন্নয়নে তারা স্বাবলম্বী হতে পারবেন। 

টিএইচ