বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নাটোরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নাটোর প্রতিনিধি

নাটোরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নাটোরের আলাইপুরে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

সংঘর্ষে জেলা বিএনপির কাফুরিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রনি ব্যাপারি গুরুতর আহত হয়েছেন। এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

সংঘর্ষের পূর্বে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী জেলা বিএনপি আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত দেশে কোন নির্বাচন হবে না। হতে দেয়া হবে না। সরকার দেশের এতো উন্নয়ন করেছে যে তত্ত্বাধায়ক দিতে এতো ভয় কিসের। আপনারা পদ্মা সেতু বানিয়েছেন, ফোর লেন রাস্তা করেছেন, বিদ্যুৎ দিয়েছেন তো আপনাদের নিরপেক্ষ ভোট দিতে ভয় কিসের। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজসহ অন্য নেতারা। 

সেসময় আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষই ইটপাটকেল নিক্ষেপ করে। কয়েক রাউন্ড গুলিও করা হয়।  

কর্তব্যরত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আলাইপুরস্থ অনিমা অডিটরিয়মের সামনে শান্তি সমাবেশ পালন করে জেলা আওয়ামী লীগ।

সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী জেলা আওয়মী লীগ শান্তি সমাবেশ করে। সেই সমাবেশে বিএনপি হামলা করে। ইট পাটকেল নিক্ষেপ করে।

বিএনপির জেলা আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু আমাদেও নেতাকর্মীর ওপর গুলি বর্ষন করে। আমরা এর বিচার চাই। সমাবেশ আরও বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের (নাটোর-নওগাঁ) এমপি রত্না আহমেদ, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, মালেক শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল প্রমুখ।

সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

টিএইচ