শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নাটোরে ছাতনী গণহত্যা দিবস পালিত

নাটোর প্রতিনিধি

নাটোরে ছাতনী গণহত্যা দিবস পালিত

নাটোরে ছাতনী গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৪ জুন) সকালে ছাতনী বধ্যভূমি স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ পরিবারের সন্তান দুলাল সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। 

সেখানে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, অতিরিক্তি কমিশনার (গোপনীয় শাখা) রাশেদুজ্জামান, ছাতনী ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং মুক্তিযোদ্ধা সংসদ নাটোর সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার মকছেদ মোল্লা। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ছাতনী গণহত্যায় শহীদ মনির উদ্দীন সরকারের ছেলে দুলাল সরকার ও মুক্তিযোদ্ধা সংসদ নাটোর সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার মকছেদ মোল্লা বলেন, এখানে ৩ শতাধিক শহীদের গণকবর দেয়া হলেও ৬৪জন বাদে আজও বাকী সবার নাম তালিকাভুক্ত করা হয়নি। 

আবার শহীদ পরিবারের অনেকে দুর্বিষহ জীবনযাপন করলেও তারা মুক্তিযোদ্ধা ভাতার মতো কোন ভাতা পান না। অজানা শহীদদের নাম তালিকাভুক্ত করা ও অসহায় দুস্থ শহীদ পরিবারদের সম্মানীভাতা প্রদান করার দাবি তোলা হয় অনুষ্ঠানে। 

এ ব্যপারে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, ৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাতনী গণহত্যায় নিহত শহীদ পরিবারের এই বিষয়গুলোও সরকারকে অবহিত করা হবে বলে জানান তিনি।

একাত্তরের ৪ জুন ছাতনীতে ঘটে মুক্তিযুদ্ধে নাটোর জেলার সবচেয়ে বড় হত্যাকাণ্ড। সেদিন নাটোর শহর ও শহরতলীর বেশ কয়েকটি গ্রাম এবং রাজশাহীর তাহেরপুরের ৩৭০ জন নিরীহ মানুষকে জবাই করে হত্যা করা হয়। 

টিএইচ