বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নাটোরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ সম্পন্ন

নাটোর প্রতিনিধি

নাটোরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ সম্পন্ন

নাটোরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকাল ১০টায় শহরস্থ অনিমা চৌধুরী মিলনায়তনে ওই হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঞা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণে পবিত্র হজ পালনকালে হাজীদের হজ সম্পর্কিত বিভিন্ন নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কোরবানি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে অবহিত করা হয়। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হজ গমনেচ্ছুরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ পালনে সক্ষম হবেন।

ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক ইমামুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

জেলা থেকে চলতি বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ গমনে নিবন্ধিত ৫৫০ জন এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

টিএইচ