মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
The Daily Post

নাটোরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি

নাটোরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া প্রতিশ্রুতির সময় অতিবাহিত হলেও দাবি বাস্তবায়ন না হওয়াসহ বিচারাধীন বিষয় নিয়ে আদালত অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখা।

বুধবার (৫ মার্চ) নাটোর প্রেস ক্লাব মিলনায়তনে নাটোর জেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বক্তারা চার দফা দাবি তুলে ধরে বলেন, শূন্যপদে নিয়োগ ও সরকারি-বেসরকারি পর্যায়ে পদ সৃজন, অনতিবিলম্বে কোর্স কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপ ভাতা প্রদান, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড ও আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ দিতে হবে। এ দফাগুলো নিয়ে মিথ্যাচার ও কটুক্তি এবং বিচারাধীন বিষয় নিয়ে আদালত অবমাননাকর বক্তব্যেরও প্রতিবাদ জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখার সভাপতি ডা. মীর মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান, মিজানুর রহমানসহ অ্যাসোসিয়েশনের নেতা, সদস্য ও শিক্ষার্থীরা।  

টিএইচ