রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩১
The Daily Post

নাটোরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

নাটোরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তানভীর আহমেদ নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত তানভীর আহমেদ শহরের চকরামপুর এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি পচুর হোটেলে কর্মচারীর কাজ করতেন। শনিবার (১ ফেব্রুয়ারি) শহরের চকরামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তানভীর হোটেলের টেবিল পরিষ্কার করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। 

এসময় হোটেলের অন্য কর্মচারীরা তাকে উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ