নাটোরে স্থাপিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বুধবার (২১ জুন) কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাাছের ভূঁঞা।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি নাটোর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জিএম ইস্রাফিল ইসলাম ও নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিক বাবনসহ মাদ্রাসার প্রশিক্ষকরা।
বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে যারা বিভিন্ন পেশায় কাজ করতে যান তাদের আরবী ভাষায় কথা বলা বা লেখার দক্ষতা থাকা জরুরি। সেই প্রয়োজন থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন করেছেন।
এই মাদরাসার মাধ্যমে আরবী ভাষায় দক্ষতা অর্জন করলে সৌদিআরব, কুয়েত, কাতারসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি পাবে বলে বক্তারা আশা করেন। শিক্ষকদের স্বাস্থ্য সচেতনতা, যৌতুক নারী-শিশু নির্যাতন, সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে করণীয় বিষয়েও প্রশিক্ষণ দেয়া হয়।
নাটোর ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার পরিচালনা শীর্ষক প্রকল্পে নাটোরের ৭ উপজেলার ১৩টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার ২৬ জন শিক্ষককে ২ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
টিএইচ