শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

নাটোরে সচেতনতামূলক শোভাযাত্রা ও সমাবেশ

নাটোর প্রতিনিধি

নাটোরে সচেতনতামূলক শোভাযাত্রা ও সমাবেশ

নাটোরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্য রোগ প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কানাইখালী পুরাতন স্টেডিয়াম থেকে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এসে শেষ হয়। 

আলোচনা সভায় জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আশরাফুল ইসলাম, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান এবং নাটোর পৌরমেয়র উমা চৌধুরী জলি।
 
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধের স্বাস্থ্যবিধি অনুসরণে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। এসব প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান, প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কার্যক্রম সমন্বিত হতে হবে। 

নাটোর পৌরমেয়র উমা চৌধুরী জলি জানান, লিফলেট বিতরণ এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে নাটোর পৌরসভা ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে। পৌরসভা পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ এবং স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

টিএইচ