বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নাতির কাধে ভর দিয়ে এসে ভোট দিলেন শতবর্ষী আমেনা বেগম

কিশোরগঞ্জ প্রতিনিধি

নাতির কাধে ভর দিয়ে এসে ভোট দিলেন শতবর্ষী আমেনা বেগম

শতবর্ষী আমেনা বেগম। বয়স ১শত ৪ বছর। নাতির কাধে ভর দিয়ে আসলেন ভোট কেন্দ্রে ভোট দিতে। বুধবার (৮ মে) এমন দৃশ্য দেখা গেলো সদর উপজেলার বৌলাই ইউনিয়নের সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। জীবনের শেষ প্রান্তে এসেও ভোট দিতে পেরে খুশি এই বৃদ্ধা। 

আমেনা বেগম সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামের মৃত সুরুজ মিয়ার স্ত্রী। ভোট দেয়া শেষে নাতির কাধে ভর করে বের হয়ে যাচ্ছিলেন আমেনা বেগম। 

শতবর্ষী বৃদ্ধা আমেনা বেগম ঠিক মত কথা বলতে পারেন না। তবুও আস্তে আস্তে করে কথা বলে জানান, জীবনে অনেকবার ভোট দিছি। কোনো ভোট বাদ দিছি না। এই বুড়া বয়সে নাতির কাধে ভর করে দিয়া ভোট দিতে পাইরা অনেক ভালো লাগছে। নিজের ভোট নিজে দিসি। ভালোভাবে দিছি। বয়স অনেক হইছে। জানি না সামনে আর ভোট দিতে পারবাম কিনা।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহিদুল ইসলাম বলেন, এই কেন্দ্রে আমেনা বেগমই সবচেয়ে বয়স্ক ভোটার। তিনি দুপুর ১ টার দিকে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। তিনি আরো জানান, সুস্থ সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে জোরালো পদক্ষেপ। ফলে ভোটাররা শান্তিপুর্ণভাবে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন বলে জানিয়েছেন। 

এদিকে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৯ প্রার্থী। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন লড়ছেন। 

পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৭ জন। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ২ জন। 

হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৭ জন। ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ২ জন। জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম জানান, নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দশনা দেয়া হয়েছে।

টিএইচ