বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নান্দাইলে কবরস্থান থেকে নবজাতক শিশু উদ্ধার  

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে কবরস্থান থেকে নবজাতক শিশু উদ্ধার  

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের একটি কবরস্থানে সন্ধ্যার পর হঠাৎই কবরস্থান থেকে নবজাতক শিশুর কান্না ভেসে আসছিল। স্থানীয় বাসিন্দারা ওই শিশুর কান্না শুনে এগিয়ে যান কবরস্থানে এবং সেখানে কাপড় মোড়ানো একটি ফুটফুটে নবজাতক কন্যা শিশুকে কবরস্থানের উপর কাঁদতে দেখতে পান। কে বা কারা শিশুটিকে কবরস্থানের উপর রেখে গেছে, তা কেউই জানে না। 

জানাগেছে, গত শুক্রবার দিবাগত রাতে কে বা কারা মুশুল্লী ইউনিয়নের তারঘাট বাজার সংলগ্ন রসুলপুর গ্রামের কুসুম মিয়ার বাড়ির সামনে রাস্তার পাশে কবরস্থানের উপর নবজাতক শিশুটিকে ফেলে রেখে গেছে। পরে স্থানীয় বাসিন্দরা শিশুটিকে উদ্ধার করে থানা পুলিশকে অবহিত করে। 

নান্দাইল মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং হাসপাতাল কমপ্লেক্সের শিশুসেবা কেন্দ্রে তাকে রাখা হয়েছে। বর্তমানে কন্যা শিশুটি সুস্থ আছে। 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, বিষয়টি খবুই দুঃখজনক। তবে শিশুটি সুস্থ আছে। আমরা শিশুটিকে হেফাজতে রেখেছি। পাশাপাশি শিশুটির পিতা-মাতার অনুসন্ধান অব্যাহত আছে। 

নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইনসান আলী বলেন, ওই নবজাতক কন্যা শিশুকে সবধরনের সেবা দিয়ে যাচ্ছি। মিটিংয়ের মাধ্যমে শিশুটির স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে। এছাড়া দত্তক বা প্রয়োজনে আদালতের সহযোগিতা নেয়া হবে।    

টিএইচ