বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নান্দাইলে প্রবল বর্ষণে সড়ক যোগযোগ বিচ্ছিন্ন 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে প্রবল বর্ষণে সড়ক যোগযোগ বিচ্ছিন্ন 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জের মহেষকুড়া ঈদমাঠ সংলগ্ন মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের বিশাল অংশ ভেঙে সড়কটি দ্বিখন্ডিত হয়েছে। 

গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনবাপী প্রবল বর্ষণে রাস্তার পাশের মাটি সরে গিয়ে এক পর্যায়ে রাস্তাটিতে ফাটল ধরে। তবে বৃষ্টির পানিতে রাস্তার নীচের মাটি সরে গিয়ে পাশের ব্রহ্মপুত্র নদে বিলীন হয় এবং রাস্তাটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। 

সরেজমিন গিয়ে দেখা যায়, বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়ে আছে। সড়কের পশ্চিম পাশে সকল যানবাহন যাত্রীর জন্য অপেক্ষা করছে। দেওয়ানগঞ্জ বাজার থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে যানবাহনে আরোহণ করছেন যাত্রী সাধারণ। 

অটোরিকশা চালক কফিল, বাবুল ও জুয়েল বলেন, সড়ক ভাইঙ্গা যাওয়ায় আমরা গাড়ি লইয়া দেওয়ানগঞ্জ বাজারে যাইতে পারিনা। যাত্রীরা অনেক কষ্ট করতাছে। সড়ক ভেঙে নদীতে গিয়ে পড়েছে। ফলে দুইপারের যোগাযোগ রীতিমত বন্ধ রয়েছে। তাই আমরা খুব তাড়াতাড়ি রাস্তাটি মেরামতের দাবি জানাচ্ছি।

কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী বাবুল মিয়া জানান, গাজীপুর থেকে হোসেনপুর সড়কের প্রায় ১০ থেকে ১৫টি জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা মেরামত কাজ করছি। আমরা শিগগিরই দেওয়ানগঞ্জের ভেঙে যাওয়া অংশটি মেরামত করবো।

টিএইচ