সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নান্দাইলে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ২০

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ২০

ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের পালাহার আমলীতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানাগেছে, সিলেটগামী শামীম এন্ট্রারপ্রাইজের যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা ময়মনসিংহগামী কাভার্ডভ্যান গাড়ির সংঘর্ষ হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী বাসটি ওভার টেক করতে গিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে এ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। সংঘর্ষে বাসটি রাস্তার উপর উল্টে পড়ে থাকে এবং কাভার্ডভ্যানটির সামনের চাকার পাতি ভেঙে যাওয়ায় ভ্যানটি রাস্তার উপরই পড়ে থাকে। 

কিন্তু বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় অজ্ঞাতনামা কাভার্ডভ্যান চালক গুরুতর আহতসহ ২০ জন বাসযাত্রী আহত হন। তবে বাস চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

দুর্ঘটনার খবর পেয়ে থানা নান্দাইল ফায়ার সার্ভিসের একটি টিম ভ্যানচালকের পা কাটা অবস্থায় কাভার্ডভ্যান থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ওই সড়ক দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় উভয় পাশের তীব্র যানজটের সৃষ্টি হয়। 

দুর্ঘটনার খবর পেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল, নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ, নান্দাইল হাইওয়ে থানার ওসি স্নেহাংশু বিকাশ সরকারসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ঘটনাস্থল পরির্দশন করেন। 

টিএইচ