বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নান্দাইলে যাত্রীদের দুর্ভোগ লাঘবে নির্মিত হচ্ছে আটটি যাত্রীছাউনি 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে যাত্রীদের দুর্ভোগ লাঘবে নির্মিত হচ্ছে আটটি যাত্রীছাউনি 

ময়মনসিংহের নান্দাইলে যাত্রীদের দুর্ভোগ লাঘবে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে আটটি যাত্রীছাউনি নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। 

সে লক্ষ্যে গত সোমবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তায় চারটি, নান্দাইল উপজেলা সদর দুটি, মুশুল্লী বাসস্ট্যান্ড ও কানারামপুর বাসস্ট্যান্ডে একটি করে মোট ৮টি যাত্রী ছাউনির স্থান পরির্দশন কাজ শেষ হয়েছে। 

পরির্দশনকালে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (নান্দাইল) বিজয় বসাক, উপ-সহকারী প্রকৌশলী (নান্দাইল) মুহাম্মদ আব্দুল্লাহ আল কবির, নান্দাইল মডেল থানার ওসি মো. আবদুল মজিদ, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া, গাংগাইল ইউপি চেয়ারম্যান এড. আসাদুজ্জামান নয়ন, কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার নেছার উদ্দিন প্রমুখ। 

জানাগেছে, পরিকল্পনামন্ত্রী ও নান্দাইল আসনের এমপি আলহাজ মেজর জেনারেল অব. আব্দুস সালামের উন্নয়ন পরিকল্পনায় ৮টি যাত্রী ছাউনির নির্মাণ কাজ শিগগিরই শুরু হচ্ছে। 

যাত্রী ছাউনিগুলো নির্মিত হলে যাত্রী সাধারণের বহুদিনের দুর্ভোগ লাঘব হবে। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান জানান, আমাদের নেতা পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে নান্দাইলে ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন হবে। এজন্য ষড়যন্ত্রকারীদের গুজবে কান না দিয়ে আ.লীগ সরকারকে সহযোগিতা করার জন্য সকলকে পাশে থাকার আহ্বান জানান।  

টিএইচ