বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নান্দাইলে যুবককে কুপিয়ে হত্যায় আটক তিন   

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে যুবককে কুপিয়ে হত্যায় আটক তিন   

ময়মনসিংহের নান্দাইলে রানা (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাতে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাঢী গাংগাইলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বকুল মিয়া (৫০), বুলু মিয়া (৪৫) ও হামিম (২০) নামে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। 

জানা গেছে, নিহত রানা বনাঢী গাংগাইলপাড়া গ্রামের আবুল হাসেমের পুত্র। গত রোববার দিবাগত রাতে রানা তার বাড়ির সামনে পুকুরপাড়ে বসে মোবাইলে সময় কাটাচ্ছিল। এসময় দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক পুকুরপাড় থেকে ধানক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা। 

পরে নিহত রানার স্বজনরা তাকে খোঁজাখুঁজি করে ধানক্ষেতে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ নিহত রানার বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ