বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
The Daily Post

নান্দাইলে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি  

নান্দাইলে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ 

ময়মনসিংহের নান্দাইলে পাকা রাস্তা নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ও রাবিশ ব্যবহার করা হচ্ছে। এমনটি ঘটেছে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া নতুন বাজার হতে জোয়ালভাংগা ভায়া শাওয়াল বিলের মধ্য দিয়ে বাবুল মেম্বারের বাড়ির পর্যন্ত রাস্তায়। 

জানাগেছে, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এলজিইডির অর্থায়নে রূপালী কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ওই রাস্তার নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। অনিয়মের বিষয়টি জানতে পেরে সোমবার (২৯ জানুয়ারি) সরজমিন পরিদর্শনে দেখা গেছে, রাস্তা নির্মাণে খুবই নিম্নমানের ইটের খোয়া ও রাবিশ ব্যবহার করা হচ্ছে। 

এ যেন দায়সাড়া নির্মাণ কাজ। শুধু তাই নয় ওই এলাকা থেকেই ড্রেজিং মেশিনের মাধ্যমে রাস্তায় নিম্নমানের বালু ফেলা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান নিজে লাভবান হওয়ার জন্য রাস্তা নির্মাণে অনিয়মের আশ্রয় নিয়েছেন বলে স্থানীয় এলাকাবাসীরা জানায়। 

ইতোমধ্যে নিম্নমানের ইটের খোয়া ও রাবিশ বালুর সঙ্গে মিশিয়ে রাস্তার অধিকাংশ জায়গায় সাব-ব্যাজ সম্পন্ন করা হয়েছে। এ বিষয়টি স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা অনিয়মের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। 

আব্দুল্লাহ আল মামুন নামে স্থানীয় এক যুবক বলেন, ভাই অনিয়মের বিষয়টি দেখতে পেয়ে ছবি তুলে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছি। এছাড়া রাস্তা নির্মাণে কারচুপির বিষয়টি স্থানীয় লোকজন অনেকেই দেখেছে, তবে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল বলেন, শুনেছি কাজটি খুবই নিম্নমানের হচ্ছে। এলাকার স্বার্থে রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। তাই বিষয়টি কর্তৃপক্ষের নজর দেয়া উচিত। 

ওই রাস্তা নির্মাণ কাজে দায়িত্বরত ঠিকাদার নাজমুল হাসান বলেন, ভাই, আমি ঢাকায় আছি। তাই মিসটেক করে সাপ্লাইয়াররা এই মালটা দিয়ে দিছে। এটা নিয়ে ভাই লেখালেখি করবে না, প্লিজ। 

এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী সাহাবো রহমান সজীবের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি বিষয়টি মাত্রই শুনেছি। এমন হলে রাস্তার কাজ বন্ধসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

টিএইচ