বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
The Daily Post

নান্দাইল সমাজসেবা কার্যালয়ে সেবার মান বেড়েছে 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল সমাজসেবা কার্যালয়ে সেবার মান বেড়েছে 

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সমাজসেবা কার্যালয়ে সেবার মান বেড়েছে। বর্তমান সরকারের আমলে হতদরিদ্র ও সাধারণ মানুষকে প্রায় শতাধিক খাতে সেবা দেয়া হচ্ছে। তন্মধ্যে ২৩টি খাতে বিনামূল্যে সেবা প্রদান করা হচ্ছে। অসহায় মানুষের সেবা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে নান্দাইল উপজেলা সমাজসেবা কার্যালয়। 

সাধারণ মানুষ আগে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন সেবা সম্পর্কে জানতোই না। কিন্তুু প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নের ফলে সমাজসেবা অফিস থেকে বিভিন্ন ধরনের সেবার সুফল পাচ্ছে সাধারণ মানুষ।

২০১৮ সনে নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইনসান আলী যোগদানের পর থেকে পাল্টে দিয়েছেন উপজেলার সমাজসেবার চিত্র। যেখানে মাত্র ৩ হাজার ভাতাভোগী কার্ড ছিল, বর্তমানে সেখানে প্রায় ৪০ হাজার বিভিন্ন ভাতাভোগী কার্ড রয়েছে। আর সরকারি অফিসে টাকা ছাড়া সেবা নাই, একথার এখন আর ভিত্তি নাই। বিশেষত বিনামূল্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, পঙ্গু ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা কার্ড প্রদান করা হচ্ছে। 

এছাড়া ভিক্ষুকদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা, অসুস্থ জটিল-কঠিন রোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান, স্বচ্ছতার সহিত এতিমখানায় এতিমদের জন্য আর্থিক সহায়তা প্রদান, রোগী কল্যাণ সমিতির মাধ্যমে অসহায় আর্তমানবতার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ শতাধিক সেবা প্রদান করা হচ্ছে বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী। 

তিনি আরও বলেন, নান্দাইল সমাজসেবা অফিসে এখন দালামুক্ত সেবা গ্রহণ করছে সাধারণ জনগণ। এজন্য তিনি নান্দাইলের এমপি, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ইউপি জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

নান্দাইল উপজেলা চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল বলেন, নান্দাইলে শতভাগ অসহায় সাধারণ মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা সম্ভব হয়েছে। সাধারণ জনগোষ্ঠীর ৯৫ ভাগ মানুষ বর্তমান সরকারের সবধরনের সুফল ভোগ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ আওয়ামী লীগের নৌকার পক্ষে রায় দিয়ে উন্নয়ন ধারা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি। 

টিএইচ