সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে রাস্তায় তিতাস গ্যাসের মেইন লাইন থেকে অবৈধভাবে গ্যাস লাইন সংযোগের সময় লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. মিজান (৩৫), জাহাঙ্গীর আলম (৪৫), রিপন (৩৮), সুলতান (২৩), শাহজালাল (৪৫), মো. জয় (২০) ও রাজু (২৪)।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গতরাতে নারায়ণগঞ্জ থেকে সাতজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মিজান ১৯ শতাংশ, জাহাঙ্গীর আলম ১০ শতাংশ, রিপন ৯ শতাংশ, সুলতান ২০ শতাংশ, শাহজালাল ৭ শতাংশ, মো. জয় ২২ শতাংশ ও রাজু ২ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, এদের মধ্যে চারজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের ভর্তি দেওয়া হয়েছে। আর বাকি তিনজনের দগ্ধের পরিমাণ কম থাকায় তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে এবং দুপুরের দিকে তাদের হাসপাতাল থেকে ছাড় দেওয়া হতে পারে।

স্থানীয়রা জানান, কাচপুর সোনাপুর এলাকার বিএনপি নেতা মো. জসিম, জমির দালাল আ. রব,মান্নান মেম্বারের ভাতিজা মাসুম ও মান্নান মে্ম্বারের ম্যানেজার  বরিশাইল্লা সেলিমের নেতৃত্বে একটি চক্র টাকার বিনিময়ে ওই এলাকার মেইন তিতাস গ্যাসের মেইন লাইনের পাইপ থেকে অবৈধভাবে বিভিন্ন বাসা বাড়ী ও কারখানায় সংযোগ দিয়ে আসছে। গতকাল রাতেও তারা অবৈধভাবে লাইন টানতে গিয়ে ৭ জন শ্রমিক দগ্ধ হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল বারী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

টিএইচ