বিএনপির ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে ঝটিকা মিছিল থেকে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেপ্তার করেছে সাদা পোশাক পরিহিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি শাহাদাত হোসেন জানান, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে নাশকতার সময় মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তিনি বলেন, টিপুর বিরুদ্ধে নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জ সদর ফতুল্লাসহ বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।
টিএইচ