বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নারায়ণগঞ্জে ২ মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

নারায়ণগঞ্জে ২ মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা

প্রচণ্ড চাপদাহের কারণে সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। 

২৯ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আগামী বৃহস্পতিবার ২ মে পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সেন্টার বন্ধ থাকবে।

এদিকে তাপদাহের কারণে ঢাকা সহ পাঁচটি জেলার স্কুল বন্ধ ঘোষণা করা হয়। 

এর আগে অতিমাত্রায় তাপদাহের কারণে ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল দেশের স্কুল,কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখা হয়। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক শিক্ষা অফিসার মোহাম্মদ সোহাগ হোসেন বলেন, সমগ্র দেশে সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত তাপমাত্রার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

টিএইচ