শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

নারায়ণগঞ্জ সিটিতে বসছে ১৮টি পশুর হাট 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটিতে বসছে ১৮টি পশুর হাট 

পবিএ ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৮টি পশুর হাট বসবে। তিন দিনের জন্য এই হাটগুলো স্বাস্থ্যবিধি মেনে বসার অনুমতি দিয়েছে। তবে শহরে ভেতর কোনো হাট বসার অনুমতি দেয়া হয়নি।

সিটি কর্পোরেশন সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ১০টি ও কদম রসুল অঞ্চলে ৮টি হাটের অনুমতি দেয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। এ বিষয়ে তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মোট ১৮টি পশুর হাটের ইজারা আহ্বান করা হয়েছে।

হাটগুলো হলো- ১নং ওয়ার্ড সি আই খোলা বালুর মাঠ, ৩ং ওয়ার্ড সানারপাড় সিথি গার্মেন্টস সংলগ্ন ফজলুর রহমানের খালি মাঠ,৩ নং ওয়ার্ড মাদানি নগর ব্রিজ সংলগ্ন আল আমিন গার্মেন্টস সংলগ্ন খালি বালুর মাঠ, ৪নং ওয়ার্ড তাজ জুট বেলিং কো. লিমিটেডের পশ্চিম পাশের বালুর মাঠ, ৪নং ওয়ার্ড টাইগার ওয়ার রি রোলিং মিলসের মাঠ, ৫নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ ওরশপুরসহ বাজারের পাশে জালাল উদ্দীনের বালুর মাঠ, ৭নং নাবানা সিটির বালুর মাঠ, ৮নং ওয়ার্ড গোদনাঈল ইব্রাহিম টেক্সাইল মিলস বালুর মাঠ, ৯নং ওয়ার্ড জালকুড়ি উওরপাড়া মোতালিব বেপারীর মাঠ, ৯নং ওয়ার্ড ওয়াপদা রোডের পাশে হাসনাত হিরন আলী মসজিদ সংলগ্ন বালুর মাঠ, ১৯নং ওয়ার্ড সামিত প্লান্ট সংলগ্ন বালুর মাঠ, ২০নং ওয়ার্ড সোনাকান্দা মাঠ, ২১নং ওয়ার্ড স্কুলঘাট সংলগ্ন বালুর মাঠ, ২৩নং ওয়ার্ড পূর্বপাড়া লতিফ হাজীর মোর মাঠ, ২৩নং ওয়ার্ড আলী আহম্মদ চুনকা সড়কের কাবিলের মোড় সংলগ্ন কাসেম জামালের খালি মাঠ, ২৪নং ওয়ার্ড কাইতাখালি গোলন্দাজ মিয়ার খালি মাঠ, ২৪ নং ওয়ার্ড নবীগঞ্জ গুদারাগাট সংলগ্ন খালি মাঠ ও ২৫ নং ওয়ার্ড খেয়াঘাট সংলগ্ন খালি মাঠ।

টিএইচ