শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

নারায়ণগঞ্জ-৪ ভোটের মাঠে সরব প্রার্থীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ ভোটের মাঠে সরব প্রার্থীরা

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরাবরের মতোই সরব হয়ে উঠেছে নারায়ণগঞ্জ- ৪ আসনের নির্বাচনী এলাকা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থী নেতাকর্মীদের মাঝে প্রচার-প্রচরণা। প্রতিটি অলিগলি ছেয়ে গেছে ব্যানার, পোস্টার, ফেস্টুনে। 

মাইকিংয়ের মাধ্যমে চলছে প্রার্থীদের জয়গান। এ আসনে মোট আটজন প্রার্থী নির্বাচনী মাঠে অংশগ্রহণ করছেন। তবে সরব অবস্থানে মাঠ কাপিয়ে বেড়াচ্ছেন নৌকার প্রার্থী শামীম ওসমান ও একতারা প্রতিক নিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী মো. সেলিম আহমেদ।
 
নারায়ণগঞ্জ -৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনটি শিল্প সমৃদ্ধে ভরপুর। এই আসনে সকল শ্রেণি মানুষের বসবাস। বর্তমানে এই আসনের কর্ণধার বারবার নির্বাচিত এমপি শামীম ওসমান। তার বিপরীতে একতারা প্রতিক নিয়ে মাঠে আছেন সেলিম আহমেদসহ আরো সাতজন। তাদের মধ্যে জাকের পার্টি থেকে মুরাদ হোসেন জামাল (গোলাপ ফুল), ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে মো. হাবিবুর রহমান (চেয়ার), তৃণমূল বিএনপি থেকে আলী হোসেন (পাট সোনালী আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির শহিদ উন নবী (আম), বাংলাদেশ কংগ্রেস থেকে গোলাম মুর্শেদ রনি (ডাব), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে মো. ছৈয়দ হোসেন (মশাল) প্রতীক। গত কয়েকদিন ধরে নির্বাচনী এলাকার ভোটদের সঙ্গে কথা বলে জানাগেছে নির্বাচনী লড়াইয়ে আটজন প্রার্থী মনোনয়ন নিলেও দুই জন প্রার্থী প্রচার প্রচরণায় ব্যস্ত সময় পার করছেন। 

ভোটারদের মতামতে এই আসনটি থেকে আওয়ামী লীগের নৌকার মাঝি শামীম ওসমান জয়লাভ করলেও সুপ্রিম পার্টির প্রার্থী সেলিম আহমেদের মধ্যে লড়াই হবে।  সেলিম আহমেদ এই আসনটির স্থানীয় বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত। সকল শ্রেণির মানুষের সঙ্গে তার একটা গভীর সম্পর্ক রয়েছে। এছাড়াও তার হাত দিয়ে অনেক উন্নয়ন ও হয়েছে। 

এদিকে ফতুল্লা নির্বাচনী কোতালেরবাগ এলাকায় কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানায় নৌকার মাঝি শামীম ওসমানের এই আসনটিতে জনপ্রিয়তা রয়েছে। তিনি একজন কর্মীবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে আ.লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়াও তিনি রাজনীতি পরিবারের সদস্য। 

তার হাতের ছোয়ায় এই আসনটিতে অনেক উন্নয়ন হয়েছে। ডিএনডি এলাকার পানি নিরসনে তার ব্যাপক ভূমিকা রয়েছে। এছাড়াও স্কুল, কলেজ, মসজিদ নির্মাণেও তার সাড়া পাওয়া গেছে। এদিকে ৬নং ওয়ার্ডে শামীম ওসমানের ওঠান বৈঠক দেখা যায়। ওঠান বৈঠকের আগে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিলে মিছিলে এসে জড়ো হয়। 

কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানাগেছে এবারের নির্বাচনে নৌকার মাঝি শামীম ওসমানের সঙ্গে সুপ্রিম পার্টির একতারা প্রতিকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে তৃনমুল বিএনপি প্রার্থী অ্যাড. আলী হোসেনের সঙ্গে ভোটারদের তেমন একটা সক্ষতা নেই। তবে নির্বাচনী মাঠে তিনি প্রচার প্রচরণা চালিয়ে যাচ্ছেন। তিনি আলোচনায় ও রয়েছেন। 

এবিষয়ে নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ জানান, এবারের নির্বাচনে জনগণের ব্যাপক সাড়া রয়েছে। প্রতিনিধিরা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সঙ্গে আমাদের এ বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। শান্তিপূর্ণ ভোট নিশ্চিতে তারা আমাদের আশ্বস্ত করেছে। 

টিএইচ