সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নারী এমপিকে লাঞ্ছিত করার ঘটনায় তদন্ত কমিটি গঠন

জামালপুর প্রতিনিধি

নারী এমপিকে লাঞ্ছিত করার ঘটনায় তদন্ত কমিটি গঠন

জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের এমপি হোসনে আরাকে লাঞ্ছিত করার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

গত শুক্রবার রাতে উপজেলা আ.লীগের সভাপতি ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও সাধারণ সম্পাদক অ্যাড.আবদুস ছালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৫ সদস্যের তদন্ত কমিটির প্রধান উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল নাসের চৌধুরী, কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমান শাজাহান, ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকার ও সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান। 

তদন্ত কমিটির প্রধান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল নাসের চৌধুরী জানান, ১৭ আগস্টের ওই সভায় আমি উপস্থিত ছিলাম। ওই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

সেখানে মহিলা এমপি হোসনে আরার গায়ে কখন হাত তোলা হয়েছে সেটা আমরা কেউ দেখি নাই। তিনি যে অভিযোগ তুলছেন সেটা যদি আমরা আগে থেকেই জানতাম তাহলে উপস্থিত ছাত্রলীগ যুবলীগসহ সকলের হাতে মোবাইল ছিলো সেটা দিয়ে ভিড়িও করে রাখতাম। যেহেতু আমাকে তদন্ত কমিটির প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আমরা বিশ্লেষণ করে প্রতিবেদন দাখিল করবো।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার রাতে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা চলাকালে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম নামে এমপি হোসনে আরাকে লাঞ্ছিতের অভিযোগ করে মহিলা এমপি। 

এ ঘটনায় ওইদিন রাত ১০টার দিকে এমপি হোসনে আরা তার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের ডেকে জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

টিএইচ