সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নালিতাবাড়ীতে বন্যহাতির তাণ্ডব

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

নালিতাবাড়ীতে বন্যহাতির তাণ্ডব

শেরপুরের নালিতাবাড়ীতে বন্য হাতির দল রাতের আঁধারে হামলা চালিয়ে ভেঙে দিয়েছে ৬টি বসতঘর। ঘরের সংরক্ষিত ধান-চাল করেছে সাবার ভেঙে চুরমার করে দেয় ঘরের ফ্রিজসহ সব জিনিস ও আসবাবপত্র। ঘটনাটি ঘটেছে নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরের নোম্যান্স ল্যান্ড এলাকায়। 

ক্ষতিগ্রস্ত হিন্দু সনাতন ধর্মাবলম্বী পরিবারের মানুষগুলো রাতে ঘুমিয়ে ছিল। এসময় লোকালয়ে প্রবেশ করে ক্ষুধার্ত হাতিগুলো। টের পেয়ে ওই পরিবারগুলো অন্যত্র গিয়ে প্রাণে বাঁচে। বাড়ির পাশের কলাগাছসহ খেয়ে সাবাড় করে বিভিন্ন ধরণের গাছ-পালা। ঘরের টিনের বেড়া দুমড়ে মুচরে ভেঙে ফেলে হাতির দল। 

গোলায় রাখা ধান-চাল ও ধানের বস্তাবাহিরে বের করে ইচ্ছে মতো খায়। এভাবে বন্যহাতির এক ঘণ্টা তাণ্ডবে সব শেষ হয়ে যায় পরিবাগুলোর। অসহায় এই হিন্দু পরিবার গুলো বন্যহাতির আক্রমণে নিঃস্ব হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো-গ্রাম পুলিশ নিরঞ্জন, রঞ্জিত, সিন্ধু ও সুমন। হাতির আক্রমণে ঘরসহ জিনিসপত্র ধ্বংস হয়ে মারাত্মক ক্ষতি হওয়ায় মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো।

এ বিষয়ে মধুটিলা রেঞ্জ অফিসার রফিকুল ইসলাম বলেন- হাতির আবাসস্থল সংকুচিত হয়ে গেছে। খাদ্যের অভাব রয়েছে। হাতির খাদ্য ও আবাসস্থলের জন্য বনবিভাগ কাজ করে যাচ্ছে। সোলার ফেন্সিং করে হাতি প্রতিরোধের ব্যবস্থা করা হচ্ছে।

নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হাতির খাদ্যের সংকটের বিষয়টি উল্লেখ করে বলেন- ক্ষুধার্ত এসব হাতির জন্য পাহাড়ে তাদের খাদ্যের ব্যবস্থা করতে হবে। পাহাড়বাসীর দাবি তারা হাতির আক্রমণ থেকে বাঁচতে চায়।

টিএইচ