সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক 

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক 

শেরপুরের নালিতাবাড়িতে ৯১ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ মো. রুবলে মিয়া (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪ জামালপুর। গত মঙ্গলবার নালিতাবাডী উপজেলার সীমান্তবর্তী এলাকা পোড়াগাঁও থেকে তাকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহূত একটি ইজিবাইক আটক করা হয়।

এ তথ্য র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে একটি অভিযানিক দল নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। 

অভিযানকালে ৯১ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ ও একটি ব্যাটারিচালিত ইজিবাইকসহ পূর্ব সমশ্চূড়া গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে রুবেল মিয়াকে আটক করেন র্যাব-১৪ জামালপুর। উদ্ধারকৃত মদের আনুমানি বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

অভিযানকালে ক্যাম্পের সিনিয়র এএসপি এম এম সবুজ রানা উপস্থিত ছিলেন। আইনানুগ ব্যবস্থা নিতে অভিযুক্তকে নালিতাবাডী থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) নালিতাবাড়ী থানায় তার বিরুদ্ধে মাদক আইনের একটি মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ